আজ- সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নলডাঙ্গার বাশিলা উত্তর পাড়া গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগীতা করলেন, এমপি শিমুল

সত্যবার্তা ডেস্কঃ

 

মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঈদের পরের দিন চলে যান ঢাকায়, ঢাকায় গিয়েই খবর পান তাহার নির্বাচনী এলাকার নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামের ২৪টি বাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। আজ ঢাকায় মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহন অনুষ্ঠান শেষ করেই ছুটে আসেন আগুনে পুড়ে যাওয়া বাঁশিলা গ্রামের অসহায় মানুষের পাশে।

হঠাৎ করেই বৃষ্টির কবলে পড়ে যায়, বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত রাস্তায় খালি পায়ে হেঁটে নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া, জেলা পুলিশ সুপার মো: সাইফুর রহমান, নলডাঙ্গা উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা খাতুন, অফিসার ইনচার্জ আবুল কালাম সহ সঙ্গীয় নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকবৃন্দদের নিয়ে ছুটে যায় অসহায় মানুষগুলোর পাশে।

 

 

প্রতিটি পরিবারের হাতে তাহার নিজস্ব তহবিল হতে নগদ ১৩হাজার টাকা, ০১বান্ডিল টিন, ০২টি লুঙ্গি ও ০২টি শাড়ি মোট ২৪টি পরিবারের হাতে তুলে দেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর