সত্যবার্তা ডেস্ক :
নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামে এক শিশু বারনই নদীতে দাদার সাথে গোসলে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পরে তার লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ১.৩০টায় অত্র গ্রামের দুই যুবক নদীর কাছে গেলে শিশুটির লাশ পানিতে ভাসতে দেখে, পরে একটি ডিঙ্গি নৌকা নিয়ে শিশুর লাশটি উদ্ধার করে। এর আগে গত বুধবার দুপুরে দাদার সাথে সঙ্গে বারনই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই শিশু। মৃত ইয়াসির আরাফাত হুজাইফা(০৭) উপজেলার সোনাপাতিল গ্রামের মোঃ জহুরুল ইসলামের ছেলে। নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে দাদার সঙ্গে নদীতে গোসল করতে নামে শিশুটি। এ সময় দাদার অজান্তে সে নদীর পানিতে ডুবে যায়। এর পর তার দাদা ইয়াছির আরাফাত হুজাইফাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। নদীতে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে গতকাল সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালায়। আজ দুপুর ১.৩০টার দিকে নদীর যে স্থানে শিশুটি গোসল করতে নেমেছিল, সেখান থেকে সামন্য একটু দূরে নদীর মধ্যে মৃত হুজাইফার লাশ ভাসতে দেখা গেলে স্থানীয় দুই যুবক পরে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।