সত্যবার্তা ডেস্ক :
নাটোরের নলডাঙ্গা বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার বেলা ১২টার দিকে নলডাঙ্গা হাই স্কুল মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। বিএনপির এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে সকাল থেকে স্কুল মাঠ এলাকা সহ উপজেলা সদরের গুরুত্বপুর্ন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। অপরদিকে স্থানীয় আওয়ামীলীগ বিএনপির বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ তুলে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্য বৃদ্ধি এবং পুলিশ কর্তৃক ছাত্রনেতা হত্যার প্রতিবাদে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নলডাঙ্গা উপজেলা বিএনপি এই বিক্ষাভ -সমাবেশ করেছে।
আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওযাত হোসেন,বুলবুল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন,এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা ঘরে ফিরে যাবেনা। যেদিন এই সরকারের পতন হবে সেদিন থেকে বিএনপির আন্দোলন বন্ধ হবে।