আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নলডাঙ্গায় বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন

 

মোঃ শফিউল ইসলাম শুভ

নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি

 

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জন্য নতুন একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা। আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। ২৬শে মার্চ ৫১তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নলডাঙ্গা উপজেলা চত্ত্বরে ১৬ টি প্রতিধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরের কার্যক্রম শুরু হয়। নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারে পুষ্পতবক অর্পন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের এবং বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তানদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম পলাশ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, উপজেলা পর্যায়ের সরকারি কমকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার