সত্যবার্তা ডেস্ক :
নাটোরের নলডাঙ্গার পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় অপু নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে ইভটিজিংরত অবস্থায় হাতে নাতে আটকে রেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালতে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাসিস্ট্রেট সুকুময় সরকার এই দন্ডাদেশ প্রদান করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,গত বেশ কিছুদিন ধরেই পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো পার্শ্ববর্তী ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের বদরউদ্দিনের ছেলে মো মিরাজুল ইসলাম অপু । আজ রবিবার(২০ মার্চ) ওই ছাত্রী স্কুলে গেলে বখাটে যুবক তাকে উত্যক্ত করা অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। এ সময় সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি এসিডে ঝলসে দেওয়ার হুমকি দেয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছেলেকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।পরিবারের অভিযোগ তাকে ষড়যন্ত্রকরে ফাসানো হয়েছে । এবিষয়ে সঠিক তদন্তের দাবি পরিবারের ।