আজ- শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নলডাঙ্গায় ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা !

সত্যবার্তা ডেস্ক :

নতুন কোন কর আরোপ ছাড়াই নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চলতি ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান আলী। এবারের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত মিলে মোট আয় ধরা হয়েছে ৫৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৫৮ লাখ ১৫ হাজার ৬০০ টাকা। মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৬ হাজার ৯০০ টাকা। উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। বাজেটে কৃষি ও সেচ, মৎস্য, ভৌত অবকাঠামো, আর্থ-সামাজিক অবকাঠামো, ক্রীড়া ও সংস্কৃতি, শিক্ষা, যোগাযোগ, মানব সম্পদ উন্নয়ন এবং নারী উন্নয়ন, যুব, শিশু-প্রতিবন্ধী উন্নয়ন খাতে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান শাজাহান আলীর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তারুল ইসলাম আলম, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সবুর সেলিম, সাধারন সম্পাদক লোকমান হোসেন, ইউপি সদস্য আব্দুল আলীম প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, সাবেক সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটনসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর