
সত্যবার্তা ডেস্ক :
তৃতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নাটোরের নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াসকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওই মামলায় বুধবার (২৬ অক্টোবর) গ্রেফতারের পর বৃহস্পতিবার নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মুকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর জানান, বৃহস্পতিবার বিকালে তাকে বহিষ্কার করে চিঠি দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বুধবার পিয়াস গ্রেফতার হওয়ার পর পুলিশ-প্রশাসনের মাধ্যমে জানা গেছে, মামলার তদন্তে পিয়াস দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর তৃণমূল আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতে ওই বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।