আজ- বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের গুরুদাসপুরে এইচ,এস,সি ২০০১ ব্যাচের মিলন মেলা।

মোঃ তানভীর রহমান

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

শেখড়ের টানে এপাশে আনে, বন্ধু শব্দটা ছোট হলেও এর পরিধি অনেকটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপরও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানে আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একে অন্যের ছায়া ও আস্থার যায়গা। হাতে লাটিম, নাটাই নিয়ে মাঠঘাট, বই খাতা কাঁধে চেপে সেই প্রাইমারি স্কুল, দুষ্টুমি সেই স্কুলের বারান্দা। স্যারদের হাতে ইচ্ছে করেই মার খাওয়ানো, আবার সেই হাত ভাগ করে একই বক্সের টিফিন খাওয়া, বন্ধুত্বের সূচনাটি এভাবে হলেও সম্পর্কের ধীরতা বেড়েছে অন্যভাবেও। প্রাইমারির গন্ডি পেরিয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্নাতক, স্নাতকোত্তর শেষ করতেও অনেক নাম না জানা মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্বের আবির্ভাব হয়। কেউ বা জীবনের তাগিদে কেউ বা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে, এভাবে সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মনের সেই টানটা রয়েই গিয়েছে। সবার ব্যস্ততার মধ্যেও যেনো এক’ই প্লাটফর্মে থাকতে পারি, একে অন্যের পাশে দাঁড়াতে পারি। আমরাই বন্ধু বন্ধনে, এই স্লোগানে নাটোরের গুরুদাসপুর উপজেলায় অবস্থিত, বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের ২০০১ সালের এইচ,এস,সি ব্যাচের বন্ধুদের হয়ে গেলো আজ ❝মিলন মেলা❞ সোমবার (১১ জুলাই) সকালে দূরদূরান্ত থেকে ছুটে আসা ৭০ জন বন্ধু প্রাণের প্রিয় সেই ক্যাম্পাসে একত্রিত হয়েছিলেন। কেক কাটা, স্মৃতিচারণ, রেফেল ড্র, চলনবিল ভ্রমণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর