মোঃ তানভীর রহমান।
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি
দৈনিক সত্যবার্তা ।
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা। নাটোরের গুরুদাসপুরে প্রেমিকার সাথে বিয়ে না দেওয়ায় স্বাধীন ফকির (১৯) নামের এক কিশোর পরিবারের উপর রাগ করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫ টায় গুরুদাসপুর উপজেলা মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম এ ঘটনা ঘটে। কিশোর স্বাধীন ওই গ্রামের শাজাহান মোল্লার ছেলে বলে জানা যায়। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়। রানীগ্রাম এলাকার একটি মেয়ের সাথে দীর্ঘদিন থেকে স্বাধীনের প্রেমের সম্পর্ক ছিলো। বুধবার সকালে স্বাধীন বাবা-মায়ের কাছে একটি স্মার্টফোন ও প্রেমিকাকে বিয়ে করার কথা বলে। স্বাধীন এর পরিবার নিম্নবিত্ত হওয়ার কারণে তার দাবিগুলো পূরণ করা সম্ভব হয়নি। স্বাধীনের আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণে এবং পরিবারের প্রতি অভিমান করে। বুধবার রাত আনুমানিক ৯ টায় স্বাধীন বিষপান করে। বিষপান করার পরে পরিবারের লোকজন জানতে পেরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য দ্রুত নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্বাধীনের চিকিৎসা চলছিল হঠাৎ তার শরীরে ঝাঁকুনি শুরু হয়। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এ্যাম্বুলেন্সে রাজশাহী যাওয়ার পথে নয়াবাজার এলাকায় পৌঁছালে এ্যাম্বুলেন্স এর মধ্যে স্বাধীনের মৃত্যু হয়। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন বলেন। নিহতের মরদেহ নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।