আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে প্রেমিকার অনশন,হাতে বিষ!

মোঃ তানভির রহমান ,

গুরুদাসপুর প্রতিনিধি :

 

নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিক ইকবাল(২২) হোসেনের বাসায় দুইদিন ধরে আমরণ অনশন করে বসে আছেন প্রেমিকা মোছাঃ পপি খাতুন (১৯)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে! অনশনের দুইদিন হয়ে গেলেও জনপ্রতিনিধি থেকে শুরু করে সামাজিক ভাবে কোনো সমাধান করা হয়নি! রবিবার (১২ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃগড়িলা গ্রামে এই ঘটনা ঘটে। প্রেমিক ইকবাল হোসেন(২২) বৃগড়িলা গ্রামের সৈয়দ মন্ডলের ছেলে। প্রেমিক পপি খাতুন(১৯) জানান, নাজিরপুর ডিগ্রি কলেজে পড়াশোনা করা অবস্থায় প্রেমিক ইকবাল হোসেনের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ইকবালের মা আমাকে বউমা বউমা বলে ডেকে বিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয় এবং বিভিন্ন যায়গায় ঘুরতে যাওয়ার জন্য উৎসাহিত করেন। সেই জন্য আমি ইকবালের সাথে বিভিন্ন যায়গায় ঘুরতে যেতাম। ইকবালও আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। ইকবাল বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। পরবর্তীতে ইকবাল কে বিয়ে করার কথা বললে নানারকম তালবাহানা করে। এই নিয়ে সমাজে দুইবার শালিশও হয়েছে, ইকবাল আমাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। আমি কোনো উপায় না পেয়ে ইকবালের বাসায় এসে উঠেছি। ইকবালের মা ও ইকবাল আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে তাই আমাকে বিয়ে করতে হবে নতুবা আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি অনশন করবো। এ ঘটনায় ২ দিন ধরে প্রেমিক ইকাবালের দেখা মেলেনি। যার কারণে প্রেমিক ইকাবালের সাথে কথা বলা সম্ভব হয়নি। ১ নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রামানিক জানান, বিষয়টি জেনেছি, দুই পক্ষ নিয়ে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর