
সত্যবার্তা ডেস্কঃ
নাটোরের জেলা যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।অদ্য ১৯শে জুন ২০২৩ এ বিকাল ৫.০০ ঘটিকায় নাটোর জেলা যুবলীগ ও কেন্দ্রীয় যুবলীগের আয়োজনে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা ।
কেন্দ্রীয় যুবলীগের সম্পাদক আরিফুল ইসলাম উজ্জল ও কেন্দ্রীয় সদস্য আতিকুর রহমান আতিক সহ জেলা, উপজেলা ,ইউনিয়ন ও ওর্য়াউডের নেতা কর্মীরা সহ আরোও উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান ,সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, উমা চৌধুরী জলি, মুর্তজা আলী বাবলু, এ্যাডঃ মালেক শেখ, সিরাজুল ইসলাম পিপি, সহ আরো অনেকে।
নাটোর জেলা যুবলীগের সভাপতি বাশিউর রহমান খান চৌধুরী এহিয়ার সভাপতিত্বে এবংরুহুল আমীন বিপ্লব এর সঞ্চালনায় উক্ত শান্তি সমাবেশের আয়োজন করা হয় ।
এ সময় বক্তারা বলেন ,বর্তমান বিএনপি জামাত জোটের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে এ শান্তি সমাবেশ করা হয়। নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান তার বক্তব্যে বলেন যুবলীগকে সুসংগঠিত হতে হবে ।বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা অপরিসীম ।দেশ গঠনে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে যুবলীগের সকল কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা বলেন, নাটোরে বিগত দিনে যুবলীগ সুসংগঠিত ছিল বর্তমানেও আছে ,ভবিষ্যতেও থাকবে ।বিভিন্ন আন্দোলন সংগ্রাম এ যুবলীগদের ভূমিকা রেখেছিল অতীতের ন্যায় বর্তমানেও তারা তার ধারাবাহিকতা রাখবে ।
দেশবিরোধী চক্রান্তে যারা লিপ্ত আছে তাদের দমন করা হবে। নাটোরের রাজপথে বিএনপি-জামাত জোট কোন সভা সমাবেশ হবে না ,করতে দেওয়া হবে না।
তিনি আরো বলেন ওয়ার্ড ইউনিয়ন , পৌর ,উপজেলা, জেলা, আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগ ,সমন্বয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রপ্রধান করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুরোধ করে ।
পরে উক্ত সমাবেশ সফল করার জন্য সকল ইউনিটের সকল যুবলীগ নেতাকর্মীকে ধন্যবাদ জানান ।