আজ- শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের ঠাকুরলক্ষীকোলে গাঁজাসহ আটক দুই !

সত্যবার্তা ডেস্ক :

নাটোরের নলডাঙ্গা থানার ৪নং পিপরুল ইউনিয়ন এর ঠাকুর লক্ষীকোল গ্রামে অভিযান চালিয়ে দেড় কেজি (আনুমানিক) গাঁজা সহ আটক দুই।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলামের দিকনির্দেশনায় (আনুমানিক) বেলা ৩.০০টায় এস আই মোঃ মোশাররফ হোসেন, এ এসআই মাইদুল, ৫২৫,মোঃ আতিকুর রহমান,, ২১৮ মোঃ মিন্টু আলীর সমন্বয়ে ঠাকুর লক্ষীকোল উত্তর পশ্চিম পাড়ায় অভিযান পরিচালনা করে গাঁজা সহ দুইজন কে গ্রেফতার করেত সক্ষম হন।
গ্রেফতার কৃত আসামী রা হলেন ১| মোঃ চান, পিতা মৃত জয়নাল, গ্রাম – ঠাকুর লক্ষীকোল, থানা – নলডাঙ্গা , জেলা – নাটোর। ২|মোঃ আঃ কুদ্দুস আলী, পিতা মৃত – হযরত আলী, গ্রাম – ঠাকুর লক্ষীকোল, থানা নলডাঙ্গা, জেলা – নাটোর। পরে আটক কৃতদের পুলিশি প্রেস বিফ্রিং করে আদালতে পাঠানোর পক্রিয়া করেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
উক্ত বিষয়ে আরোও তদন্ত চলছে বলেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর