আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের তিন উপজেলায় ৫৬৭টি ঘর পেল গৃহহীন ও ভূমিহীন পরিবার !

সত্যবার্তা ডেস্কঃ

নাটোরে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে তিনটি উপজেলায় ৫৬৭ টি গৃহ হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে গণভবন থেকে ভার্চয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এসময় নাটোর প্রান্তে সদর উপজেলা হল রুমে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সারমিনা সাত্তার, সদর সহকারী কমিশনার ভূমি জুবায়ের হাবিবসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও গৃহপ্রাপ্ত উপকারভোগীরা।

 

অপরদিকে নাটোরের সিংড়ায় উপজেলা হল রুমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা , সিংড়া উপজেলা নির্বহী কর্মকর্তা মাহমুদা খাতুন, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান,উপজেলা ডায়াবেটিস সমিতির সেক্রেটারি মওলানা রুহুল আমিন সহ জনপ্রতিনিধিবৃন্দ।

 

৫৬৭ টি গৃহের মধ্যে নাটোর সদরে ১০০ টি, সিংড়া উপজেলায় ৩৫৯ টি এবং নলডাঙ্গা উপজেলায় ১০৮ টি গৃহ হস্তান্তর করা হয়।

উল্লেখ্য নাটোর জেলায় মোট ৫৬১৯ টি ভূমিহীন ও গৃহীন পরিবারের মধ্যে ইতোমধ্যে বিভিন্ন ধাপে ৪৭৮২ জনের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার