আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের দিঘাপতিয়ার ভূমি ও গৃহপ্রদান প্রকল্প পরিদর্শন : কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ !

সত্যবার্তা ডেস্ক :

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাার ভূমিহীনদের মাঝে ভূমি ও গৃহ প্রদান প্রকল্প সঠিক ভাবে যাচাই- বাছাই করার জন্য  নাটোর সদর উপজেলার ৩নং দিঘাপতিয়ার ধরাইল – দিয়ারপাড়া  গ্রামে প্রস্তুত কৃত গৃহ নির্মান বিষয়ে পরিদর্শন ওনানা বিষয়েখোজ খবর নেন  নাটোর সদর ইউ এন ও স্যার  এবং এ্যাসিল্যান্ড স্যার ।  এসয় আরোও উপস্থিত ৩নং দিঘাপতিয়া ইউনিয়নের সুযোগ্য  চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ সহ ইউপি সদস্য ওসদস্যা গন সহ আরোও গন্যমান্য ব্যক্তি বর্গ। এ বিষয়ে সঠিক তথ্য নিতে ইউএনও ,এ্যসিল্যান্ড স্যার সাধারণ মানুষের কাছে বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন। 

 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের কাছে জনতে চাইলে তিনি ”দৈনিক সত্যবার্তা “ কে বলেন ,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাার ভূমিহীনদের মাঝে ভূমি ও গৃহ প্রদান প্রকল্প সঠিক ভাবে যাচাই- বাছাই এবং গৃহ নির্মানে সচ্ছতা ও জাবদিহিতা করার জন্য ইউএনও স্যার এবং এ্যাসিল্যান্ড স্যার সঠিক ভূমিকা পালন করছেন ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার