আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের নলডাঙ্গায় অটোচার্জার,ভ্যান ও ভুটভুটির ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত !

সত্যবার্তা ডেস্ক

নাটোরের নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত গরুবাহি ভুটভুটির ধাক্কায় অটো চার্জার ভ্যান উল্টে শেখ শাহিন আলমঙ্গীর (৭০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। নিহত আশরাফুল আলম (শাহীন) সিংড়া উপজেলার উত্তর ঢাকঢোল গ্রামের আকবর আলীর ছেলে। আজ দুপুর ১টার দিকে সিংড়া-নলডাঙ্গা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে শেখ শাহিন আলমঙ্গীর একটি অটোচার্জার ভ্যানে করে নলডাঙ্গার দিকে আসছিলেন। পথে নলডাঙ্গা-শেরকোল সড়কের রায়সিংহপুর এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে শ্যালো ইঞ্জিন চালিত গরুবাহি ভুটভুটি আসছিল। একই সময়ে অপর একটি ভ্যান গাড়িও ঘটনাস্থলে এসে পড়ে। এসময় ওই ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে ভুটভুটির সাথে ধাক্কা লেখে অটো চার্জার ভ্যানটি উল্টে যায়।

 

এতে অটো চার্জার ভ্যানের যাত্রি সাবেক সেনা সদস্য শেখ শাহিন আলমঙ্গীর সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার