আজ- সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের নলডাঙ্গায় ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু “

সত্যবার্তা ডেস্ক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলীমের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার পশ্চিম মাধনগরে জোয়ান পুর গ্রামে মৃত আব্দুল আলীমের দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে তার মৃত দেহ উদ্ধার করে পুলিশ। ছুরিকাহত অবস্থায় তার স্ত্রী মোছাঃ রিয়া বেগম (৩০) কে উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ ১২ জুলাই রাত আড়াইটার দিকে উপজেলার ২নং মাধনগর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের জোয়ানপুর গ্ৰামে এই ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানা যায়, ইউপি সদস্য আলিম ঈদের একদিন আগে তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ রিনা বেগম (৩০) এর বাসা/শ্বশুর বাড়ী মাধনগর জোয়ান পুরে আসেন। গত রাত্রি আড়াইটার দিকে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এর একপর্যায়ে চিৎকার চেঁচামেচি শুনে আলিমের শাশুড়ি এবং শালিকা ছুটে আসে। তারা এসে আলিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এবং রিনা বেগমকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আলিমের শাশুড়ি এবং শালিকা স্থানীয়দের সহায়তায় স্ত্রী রিনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রিনা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে রিনা বেগম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। এদিকে উক্ত ঘটনায় দুপুর একটার দিকে নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনা স্থল পরিদর্শন করেন। নাটোর র্যাব -৫ কর্মকতা জনাব ফরহাদ হোসেন সহ রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছে আলামত সংগ্রহ করেছেন। সিআইডির ক্রাইম সিন ইউনিট এর এক সদস্য জানিয়েছেন প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষেই জানা যাবে। তবে পুরো ঘটনাটি রহস্যজনক হিসেবে করছেন এলাকাবাসী।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর