আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের নলডাঙ্গায় চুড়ি যাওয়া মালামাল সহ ২জন আটক !

সত্যবার্তা ডেস্কঃ
অদ্য ১০/০৬/২০২৩ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় আসামী ১। মোঃ মনজুর মোল্লা (৪২), পিতা- মোঃ জয়েন মোল্লা, সাং- দুর্লভপুর (হাইস্কুল সংলগ্ন), ২। মোঃ রাসেল সরকার (২৪), পিতা- মোঃ বাবু মিয়া,সাং- দুর্লভপুর (রেলকলোনী), উভয় থানা-নলডাঙ্গা, জেলা- নাটোর দ্বয় নলডাঙ্গা থানাধীন মোঃ সাত্তার সরদার (৬০)পিতা- মৃত আবু তাহের সরদার, সাং- সরকুতিয়া পূর্বপাড়া, থানা- নলডাঙ্গা, জেলা- নাটোর এর বাড়িতে কেহ না থাকার সুযোগে উক্ত বাড়ীর জানালা ভেঙ্গে তাহার শয়ন কক্ষে থাকা স্টীলের বাক্সে রক্ষিত নগদ ২০,০০০/-টাকা ও একজোড়া স্বর্ণের বালা, যাহার ব্রঞ্চ সহ ওজন ৫৩.৩৮ গ্রাম, মূল্য অনুমান ২৪,০০০/-টাকা চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে স্থানীয় জনগনের সহায়তায় নলডাঙ্গা থানা পুলিশ আসামীদের আটক করে এবং মালামাল উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-০৭ তাং-১০-০৬-২০২৩ ইং ধারা- ৪৫৪/৩৮০/৪১১ পেনাল কোড রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপদ করা হয়েছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার