সত্যবার্তা ডেস্ক :
নাটোরের নলডাঙ্গার ৩নং খাজুরা ইউনিয়নের সরকার পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ আহত ৫ । নলডাঙ্গার উপজেলার খাজুরা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মোঃ শামিম গং এবং মিরাজুল গংদের মাঝে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল ।এমতাবস্থায় গত ১৭ ই মে সকাল আনুমানিক সাতটার দিকে সীমানা নিয়ে বিরোধ বাদে শামীমগং এবং মিরাজুল গঙংদের মাঝে ।
উভয়ের বাড়ি খাজুরা ইউনিয়নের সরকার পাড়ায় এবং পাশাপাশি সীমানায় তাদের বসবাস ।উক্ত বিরোধের জেরে শামীম গংদের নারীসহ পাঁচজন আহত হয় আহত ।
অবস্থায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নেন আহতরা ।এ বিষয়ে জানতে চাইলে “ দৈনিক সত্যবার্তা” অনলাইন নিউজ পোর্টাল কে শামীম হোসেন বলেন, আমাদের দীর্ঘদিনের এই জমি নিয়ে বিরোধ চলছিল একপর্যায়ে বুধবার সকাল আনুমানিক সকাল ০৭:০০ টায় বাড়ির মেয়ে মানুষের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মেরাজুল সহ তার লালিত সন্ত্রাসী দ্বারা আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা করলে নারীসহ পাঁচ জন আহত হয়।এঘটনায় গ্রামবাসী ও স্থানীয় প্রশাসন সহ সকলের কাছে বিচার দাবি করেন । তিনি আরোও বলেন , উক্ত জমি সংক্রান্ত বিষয়ে দফায় দফায় মিমাংশা হয়েছে কিন্ত শামীম গং মিমাংশার সিদ্ধান্ত মানে না ।
এ বিষয়ে ৩ নং খাজুরা ইউনিয়ন চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন বলেন ,গ্রামের সমাজ প্রধান এবং গ্রাম প্রধান সহ সার্ভেয়ার ও ভূমি সংক্রান্ত গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারা সালিশি বৈঠক হয় এবং সিদ্ধান্ত হয়ে সীমানা দ্বন্দ্বের নিরসণ হয় । কিন্তু কি যেন কারনে মিরাজুল গং উক্ত সিদ্ধান্তটি মানতে চায় না বা মানছে না ।
আহতের ঘটনায় নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবুল কালাম আজাদ সাহেব এর কাছে জানতে চাইলে তিনি বলেন, উক্ত ঘটনা আমি শুনেছি এবং থানায় একটি অভিযোগ আছে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে জানতে চাইলে তারা বলেন ,ওয়ারিশি সম্পত্তি ক্রয়ের কারণে উক্ত সমস্যা বিদ্যমান। গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এবং পরবর্তীতে যেন কোন ধরনের গন্ডগোল না হয় সে বিষয়ে উভয় পক্ষকে সর্তক করেন ।
উক্ত ঘটনার সত্যতা জানার জন্য মিরাজুলের বাসায় গেলে তাদের কে বাসায় পাওয়া যায়নি । বাসার মহিলা রা পক্ষে বিপক্ষে ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করেন ।