আজ- বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের নলডাঙ্গায় জুয়া খেলার সময় আটক চার !

সত্যবার্তা ডেস্ক:

অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা, নাটোর এর দিকনির্দেশনায় নলডাঙ্গা থানার টিম অভিযান কালে ইং ৩শে এপ্রিল ২৩ তারিখ বেলা ১৪.১৫ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন মাধবপুর গ্রামস্থ খোলাপুকুর নামক স্থানে জনৈক মোহাম্মদ, পিতা- মৃত তমিজ উদ্দিন এর জমিতে হিজল গাছের নিচে হতে ০৪ টি মোবাইল ফোন, ০৪টি সীমকার্ড, একটি খয়েরী রংয়ের DON তাসের প্যাকেটে রক্ষিত ৫২ (বায়ান্ন) টি তাস, একটি সবুজ রংয়ের DON তাসের প্যাকেটে রক্ষিত ৫২ (বায়ান্ন) টি তাস, খোলা তাস ১১ (এগার) টি, একটি নীল+গোলাপী রংয়ের প্লাষ্টিকের মাদুর, জুয়া খেলার নগদ মোট ৫,৩৯৯/-(পাঁচ হাজার তিনশত নিরানব্বই) টাকা সহ আসামী

১। মোঃ তৈয়বুর রহমান (৩৪), পিতা-মৃত বয়েন উদ্দিন প্রাং, গ্রাম-মাধবপুর (প্রামানিকপাড়া), ২। মোঃ মাহাবুর রহমান (৩৪), পিতা-মোঃ শুকুর প্রামানিক,গ্রাম-নলডাঙ্গা (সরদারপাড়া) , উভয় থানা- নলডাঙ্গা, জেলা-নাটোর, ৩। মোঃ আহম্মদ সাখিদার (৩৭), পিতা-মৃত ময়েন উদ্দিন সাখিদার , গ্রাম-আকনা বাঁশবাড়িয়া, থানা-রাণীনগর, ৪। মোঃ রহিদুল (৪৫), পিতা-মৃত আক্কাস প্রামানিক, গ্রাম-সাহেবগঞ্জ, থানা- আত্রাই, উভয় জেলা –নওগাঁ’গনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী’গনের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-০২, তাং-০৩-০৪-২০২৩ খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইন এর ৩/৪ রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর