সত্য বার্তা ডেস্ক :
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন এর ঠাকুর লক্ষীকোল নিচুপাড়া গ্রামের জনৈক মোঃ আব্দুর রহমান, পিতা- মৃত আজাহার প্রাং এর বসতবাড়ীতে (৭ আগস্ট) সোমবার রাত আনুমানিক ১০ টার সময় অবৈধভাবে জুয়ার আসর বসাইয়া টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতে ছয় জনকে আটক করে নাটোর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম।
আসামীরা হলেন, ১। মোঃ ছলিম (৫২), পিতা- মৃত জাদব, ২। মোঃ মিজান (৩৫), পিতা- সিরাজ প্রধান, ৩। মোঃ আনোয়ার হোসেন (৫৫), পিতা- মৃত অহির উদ্দিন, ৪। মোঃ তাইজুল ইসলাম (৪০), পিতা- সাহেব আলী, ৫। মোঃ ফারুক হোসেন (৩৮), পিতা- মৃত মসলেম উদ্দিন, ৬। মোঃ আনোয়ার হোসেন (৪০), পিতা- মোঃ আদম, সর্ব সাং- ঠাকুর লক্ষীকোল, সর্ব থানা- নলডাঙ্গা, জেলা-নাটোর জুয়া খেলার আলামতসহ গ্রেফতার করা হয়।
গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ আব্দুল মতিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা থানাধীন পিপরুল ইউনিয়ন এর ঠাকুর লক্ষীকোল এলাকায় জনৈক মোঃ আব্দুর রহমান এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতে ০৬ জন কে আটক করি। পরবর্তীতে তাদের কে মাননীয় আদালতে প্রেরণ করি।