আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের নলডাঙ্গায় মটরসাইকেল সহ একজন আটক ।

 

 

সত্যবার্তা ডেস্ক :

অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা, নাটোর এর দিকনির্দেশনায় নলডাঙ্গা থানার টিম অভিযান কালে ইং ২০ শে ফেব্রুয়ারী ২০২৩ এ ২১.৪৫ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন ঠাকুর লক্ষীকোল মধ্যপাড়া গ্রামস্থ মোঃ খাইরুল ইসলাম (২৫) পিতা- মোঃ আনোয়ার হোসেন এর মোটর সাইকেল সার্ভিসিং এর দোকান হতে ০১ (এক) টি লাল রং এর পুরাতন রেজিঃ বিহীন Yamaha Fazer ১৫০ সিসি মোটর সাইকেল, ইঞ্জিন নং-G3C8E0397299, চেসিস নং-ME1RG074 BG0048528, মূল্য অনুমান-২,৯০,০০০/-(দুই লক্ষ নব্বই হাজার) টাকা উদ্ধার করেছে নলডাঙ্গা থানা পুলিশ ।

সেই সাথে আসামী মোঃ খাইরুল ইসলাম (২৫), পিতা-মোঃ আনোয়ার হোসেন, গ্রাম-ঠাকুর লক্ষীকোল (মধ্যপাড়া), থানা-নলডাঙ্গা, জেলা-নাটোর’কে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-১৪, তাং-২১-০২-২০২৩ খ্রিঃ, ধারা-৪১৩ রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার