আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের নলডাঙ্গায় মেয়র ও জেলা আ.লীগের সম্পাদকের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল।

সত্য বার্তা ডেস্ক :

নাটোর সদর ও নলডাঙ্গা থেকে নির্বাচিত ২ বারের সাংসদ আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল সম্পর্কে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান ও নলডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এর কু-রুচিপূর্ণ বক্তব্য ও মিথ্যাচার করার জন্য রমজান ও মনির কে দলীয় পদ থেকে অপসারণ এর দাবীতে বিশাল প্রতিবাদ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল ৫ টার সময় বিক্ষোভ মিছিল টি নলডাঙ্গার অটোরিকশা মোড় থেকে বের হয়ে নলডাঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে অটোরিকশা মোড়ের সামনে এসে শেষ হয়। এবং পরে সেখানে বিশাল প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

 

এসময় আওয়ামী লীগ নেতারা বলেন, এমপি শিমুলকে নিয়ে গত ০২ আগস্ট মেয়র মনিরুজ্জামান মনির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান কু-রুচিপুর্ন যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে তাদের পদ থেকে অপসারন ও এমপি শিমুলের কাছে ক্ষমা চাইতে বলেন। ভবিষ্যতে এমন আচরণ বা কর্মকান্ড করলে শক্ত হাতে তাদের প্রতিহত করা হবে বলেও জানান। বক্তারা আরো বলেন, তাঁরা শুধু এমপি শিমুলের এর বিপক্ষে কথা বলেন ও মিথ্যা কথা বলে গুজব ছড়িয়ে নেতাকর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করেন। এবং তারা আওয়ামী লীগের ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলেন না। শুধু এমপি শিমুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। এছাড়াও বিএনপি জামায়াতের বিরুদ্ধে কিছু বলেন না। এবং বিএনপিকে প্রতিহত করলে তারও বিরোধিতা করেন।

 

উল্লেখ্য যে, গত ৩০ জুলাই নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সাংসদ আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল নাটোর সদরে বিএনপির সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশ শেষ করে। বিকেল ৫ টায় নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য রওনা হন। এমপির গাড়ি বহরের সামনে থাকা আওয়ামী লীগ কর্মীদের মোটরসাইকেল যাচ্ছিল। হঠাৎ নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের ভাতিজা ছাত্রলীগ নেতা শিশির বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোর দায়ে কথা কাটাকাটি ও পরে ধাক্ক-ধাক্কি হয়।

 

সন্ধ্যার পর এমপি শিমুল অনুষ্ঠান শেষে নাটোরে ফেরার পথে, মেয়র মনিরুজ্জামান মনির তাঁর লোকজন নিয়ে এমপির গাড়ি বহর গতিরোধ করে। এবং তাঁর ভাতিজা এমপি সমর্থকদের উপর হামলা করার চেষ্টা করলে, এমপির সঙ্গে থাকা নেতাকর্মীর সাথে মেয়র মনির ও তার ভাতিজা সহ লোকজনের সাথে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরবর্তীতে এমপি শিমুল নিজে গাড়ি থেকে নেমে পরিস্থিতি শান্ত করেন।

 

এই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন (৩১ জুলাই), পৌর মেয়র মনিরুজ্জামান মনির এর ভাই মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে এমপি শিমুল সহ ১৮ জনের নাম উল্লেখ করে নলডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে নলডাঙ্গা থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায়। একদিন পর (২ আগস্ট) এক মানববন্ধনে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ও নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির এমপি শিমুলের বিরুদ্ধে কু-রুচিপূর্ণ বক্তব্য দেন। তারই প্রতিবাদে নলডাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ও নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির এর অপসারণের দাবি জানান।

 

উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নাটোর জেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বাশিউর রহমান এহিয়া চৌধুরী, নাটোর জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদের রহমান, নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তারুল আলম, নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল সাকিব বাঁকী, নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটন সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার