আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের নলডাঙ্গায় শোক দিবসে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ।

সত্য বার্তা ডেস্ক :

বাংলাদেশের মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গ্রামীন ব্যাংক মাধনগর শাখা কার্যালয়ের উদ্যোগে সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। “গাছে গাছে ভরবো দেশ,আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ”এই স্লোাগানকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে চলতি বছরে বর্ষা মৌসুমে দেশব্যাপী ধারাবাহিকভাবে কয়েক কোটি ফলজ ও বনজ এবং ঔষুধি গাছের চারা রোপন করবে।

 

মঙ্গলবার (১৫ই আগষ্ট) সকালে গ্রামীন ব্যাংক মাধনগর শাখা কার্যালয়ের উদ্যোগে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে বিভিন্ন বনজ ও ফলজ গাছ বিতরণ করা হয় এবং বিভিন্ন কেন্দ্র প্রধানদের মাঝে বৃক্ষ বিতরন করা হয়। এছারা চলতি বছরে গ্রামীন ব্যাংক মাধনগর শাখার পক্ষ থেকে ৪৮ হাজার ৮ শত গাছ রোপন ও বিতরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ নাজমুল হুদা, স্থানীয় ইউ,পি সদস্য মোস্তাফিজুর রহমান রকি, সেকেন্ড ম্যানেজার মোঃ বানি ইসরাইল, মোস্তাফা কামাল, আনোয়ার হোসেন, রেজাউল করিম, মিল্লাদ হোসেন, নাজমা খাতুন, মনিরুল ইসলাম। এসময় কর্মকতারা উপস্থিত সদস্যের হাতে একটি করে গাছের চারা তুলে দেন এবং সকল সদস্য সহ উপস্থিত সকলকে বেশি বেশি করে গাছের চারা লাগানোর আহ্বান জানান।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার