সত্যবার্তা ডেস্ক :
নাটোরের নলডাঙ্গায় হারানো সন্তানকে ফিরে পাবার জন্য পিতা মাতা আকুতি জানিয়েছেন । নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৩নং ওর্য়াডের কৃষ্ণপুরদীঘা গ্রামের মৃত লইমদ্দিনের দিনমুজুর ছেলে সেন্টু প্রাং ও লিপি দম্পতির একটি ১৭ বছরের মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধি ছেলে সন্তান মোঃ রিমন আলী (১৭) গত ১১/০২/২০২২ এ হারিয়ে যায়। এ বিষয়ে নাটোরের নলডাঙ্গা থানায় একটি অভিযোগ করা হয়।
অদ্য হতে বর্তমান পর্যন্ত নানা ভাবে পরিবার সহ আত্মীয় স্বজনরা রিমনকে খোজার চেষ্টা অব্যহত বিদ্যমান। তারই ধারাবাহিকতায় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালামের দিক নির্দেশনায় ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ আকরাম শেখ ও সাধারণ সম্পাদক মাসুদা পারভীন মামনি র প্রচেষ্টার নিখোঁজ রিমনের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ রিমন বর্তমানে ভারতের একটি কারাগারে রয়েছে। সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায় যে, রিমনের পিতা-মাতা সন্তান হারানোর শোকে কাতর।
নিখোজ রিমনের পিতামাতাসহ আত্নীয় স্বজনরা সহ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা র নলডাঙ্গা উপজেলা শাখার মাধ্যমে ও জেলা প্রশাসক মোঃ শামীম মহাদোয়ের সহযোগিতায় রিমনকে পরিবারের মাঝে ফেরত পেতে চায়।