সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায়, সমাজসেবা অধিদপ্তর আয়োজনে ০৬ জন ভিক্ষুক কে একটি করে মোট ০৬ টি দোকান প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষুকদের দেওয়া উপহার দোকান, উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
উপকারভোগীরা হলেন, ১| মোঃ আলাল মন্ডল, সাং- পূর্ব মাধনগর, নলডাঙ্গা। ২| মোঃ হারুনুর রশিদ (হায়ের), সাং- জগদীশপুর বাড়িয়াহাটি, ব্রহ্মপুর, নলডাঙ্গা, ৩| মোছাঃ দলেজান বেগম, সাং- আঁচড়াখালী, পিপরুল, নলডাঙ্গা, ৪| আঃ শুকুর, সাং- নলডাঙ্গা, ৫| শ্রী সন্তোষ কুমার প্রাং, সাং- জনাদ্দনবাটী, খাজুরা, নলডাঙ্গা, ৬| সিতা দাস, বিপ্রবেলঘড়িয়া চকপাড়া, নলডাঙ্গা।
এসময় শফিকুল ইসলাম শিমুল বলেন, বর্তমান সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী এদেশের গরিব দুঃখী মানুষের জন্য যেভাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তা সত্যিই বিশ্বের ইতিহাসে বিরল, তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা নলডাঙ্গা উপজেলায় ০৬ জন ভিক্ষুককে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রতি ৫২,০০০/- হাজার টাকা অর্থ দিয়ে দোকান ঘর ও দোকানের মালামাল কিনে দিয়েছেন এবং ক্ষুদ্র ব্যবসা করার সুযোগ করে দিচ্ছেন। যেন আর কোন সময়ে ভিক্ষুকদের ভিক্ষা করতে না হয়।