সত্যবার্তা ডেস্ক :
নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে দাদার সাথে গোসল করতে নেমে দাদার হাত থেকে ফসকে ইয়াসিন আরাফাত হুজাইফা নামে( ৭) বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ২টার সময় এই ঘটনা ঘটে। শিশুটি সোনাপাতিল গ্রামের জহুরুল ইসলামের ছেলে। নিখোঁজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত হুজাইফা একই এলাকার বক্ষ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। নলডাঙ্গা থানা ওসি মোঃ শফিকুল ইসলাম পলাশ ও স্থানীয় কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম পিয়াসের মাধ্যমে জানা যায়, নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের বারনই নদীতে বুধবার দুপুর পৌনে দুইটার দিকে গোসল করতে যায় দাদা আব্দুল জলিলের সাথে। দাদা-নাতি গোসলের সময় হঠাৎ দাদার হাত ফসকে নদীর পানিতে তলিয়ে যায় নাতি হুজাইফা। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। সে এখনও নিখোঁজ রয়েছে। ডুবুরি দল উদ্ধার কাজ করছে ।