সত্যবার্তা ডেস্ক
নাটোরের নলডাঙ্গায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে । নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ী গ্রামে ১২ বছরের মানষিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে একই গ্রামের আনসার আলী নামক এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল ২রা এপ্রিল শনিবার অনুমানিক দুপর ১২টার সময় আনসার আলী ঐ প্রতিবন্ধী ১২বছরের শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায়। এদিকে স্থানীয় গ্রামবাসী সুত্রে আরো জানা যায়, প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণের চেষ্টার সময় শিশুটি অসুস্থ হয়ে পরলে বৃদ্ধ আনছার আলী ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার ভয়ে শিশুটি কে গ্রাম্য এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে বৃদ্ধ আনছার আলী ভয়ে নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় এলাকাবাসী বৃদ্ধ আনছার আলীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম পলাশ ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি নিয়ে থানায় একটি মামলা হয়েছে আসামীকে গ্রেফতার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আনসার আলী পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধী আছে।