জেলা প্রতিনিধি:
মোঃ সোহান সরকারঃ
নাটোরের নলডাঙ্গায় বজ্রপাতে মোঃ রাশেদ হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ আগষ্ট) দুপুর পৌনে একটার সময় উপজেলার বাঁশভাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাশেদ হোসেন ওই গ্রামের পচন মন্ডলের ছেলে।স্থাানীয় পিপরুল ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোঃ সাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল থেকে রাশেদ হোসেন বাড়ির পাশে তার পটলের ক্ষেতে কাজ করছিলেন। দুপুর পৌনে একটার দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে আকষ্মিক ভাবে তার শরীরের ওপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।