আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

“নাটোরের নলডাঙ্গায় ০৬(ছয়) জুয়ারি আটক”

সত্যবার্তা ডেস্ক:

 

নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ০৬( ছয়) জন জুয়ারিকে আটক করেছে পুলিশ। এময় জুয়া খেলার উপকরণ, নৌকা এবং নগদ, ৯০৫০/=( নয় হাজার পঞ্চাশ) টাকা জব্দ করেন পুলিশ। নলডাঙ্গা থানার ওসি জনাব শফিকুল ইসলাম এর মাধ্যমে জানা যায়, জুয়াবিরেধী এক বিশেষ অভিযানে গত ০৪/০৭/২০২২ ইং রবিবার তারিখ সন্ধ্যা ০৬.৪০ টার সময়, নলডাঙ্গা থানাধীন পূর্ব মাধনগর আরিন্দাপাড়া গ্রামস্হ মাধনগর থেকে হালতি বিলগামী রাস্তার উত্তর পার্শ্বে, বিলের পানিতে জনৈক আল আমিন(২০), পিতা মোঃ শহিদুল, সাং ব্রহ্মপুর ( প্রামানিকপাড়া) , থানা নলডাঙ্গা, জেলা নাটোর এর ভাসমান নৌকার উপর কালো রঙের পলিথিন বিছিয়ে বসে , টাকা দিয়ে তাস খেলার সময়, জুয়ারি ০১। কাফি মন্ডল(২০), পিতা মৃত সৈয়দ আলী মন্ডল, সাং পশ্চিম মাধনগর ( বাজে হালতি),০২। এরশাদ আলী(৬৫), পিতা মৃত আজিজার রহমান, সাং জোয়ানপুর, ০৩।জামাল মোল্লা(৪২), পিতা মৃত ময়েজ উদ্দীন মোল্লা, সাং পূর্ব মাধনগর, ০৪।আতাউর মন্ডল(৩২), পিতা মোঃ ইয়াকুব মন্ডল , সাং ভট্টপাড়া,০৫।নিজাম উদ্দীন(৩৭), পিতা মৃত নবির উদ্দীন, সাং পূর্ব মাধনগর মৃধাপাড়া, ০৬।মুকুল হোসেন আরিন্দা(৩২), পিতা মোঃ আয়েন উদ্দীন আরিন্দা, সাং পূর্ব মাধনগর, সর্ব থানা নলডাঙ্গা, জেলা নাটোর গনকে আটক করেন পুলিশ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে ০৫/০৭/২০২২ তারিখ রোজ মঙ্গলবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার