সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন বেলঘরিয়া শিবপুর (চৌধুরী পাড়া) এলাকায় র্যাব একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার ০৫ অক্টোবর বিকাল আনুমানিক ৫ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে, এই অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম (৩৮) পিতা- কামাল মৃধা, সাং- বেলঘরিয়া শিবপুর, থানা- নলডাঙ্গা, জেলা নাটোর’কে গ্রেফতার করা হয়।
র্যাব এর কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন জানান, আটককৃত ব্যক্তি মোঃ কামরুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এবং সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।