আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের পাটুলে সড়ক দুর্ঘটনা: আহত ২

সত্যবার্তা ডেস্ক :

নাটোরের পাটুল এলাকায় এক সড়ক দুর্ঘটানায় এক মোটরসাইকেল চালক সহ আরো দুইজন আহত হয়েছে ,বলে জানাগেছে ।

অদ্য বিকাল আনুমানিক ৫টায় চালক( রায়হান 2০)সহ সজল (১৮) ও ইমরান (২০) পাটুল বাজারে ঘুরতে গিয়েছিল ।ঘুরাঘুরি শেষে বাসায় ফেরার সময় হাপানিয়া বজার অতিক্রম করলে দুর্ঘটনাটি ঘটে ।

স্থানীয় সুত্রে যানা যায় যে, তিন সহপাঠি সহ বিকালে ঘুরতে যায় তারা কিন্তু হঠাৎ করে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনাটি ঘটে । আহতদের মধ্যে চালক মোঃ রায়াহানকে ঠাকুর লক্ষীকোল বাজারে মোঃ সাব্বির হোসেন সুমনের চেম্বারে চিকিৎসা দেওয়া হয় এবং বাকি ২জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে  চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় ।

আহত তিন জনের বাড়ী ৪নং পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল গ্রামে বলে যানা গিয়েছে ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর