সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন হারোয়া গ্রামে সোমবার (০৬ মার্চ) সকাল আনুমানিক ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, ১০২৫ লিটার চোলাই মদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা।
অভিযুক্তরা হলেন, আসামী ১| শ্রাবন গমেজ (২৮), ২| প্লাবন গমেজ (২৫), উভয়ের পিতা- বেউগামিন গমেজ, ৩| দিলীপ বিশ্বাস (৪০), পিতা- মৃত ছলেমান বিশ্বাস, সর্ব সাং- হারোয়া খ্রিস্টানপাড়া, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর।