সত্যবার্তা ডেস্ক:
নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত জেরে বিল্লাল মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। বিল্লাল ওই গ্রামের পশ্চিমপাড়ার মৃত মোজাহার আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, হত্যাকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুলিশ টহল রয়েছে। এ ঘটনায় একই গ্রামের মোহাম্মদ মাস্টার, খালেক, নিপন, মনজুর, নাফিজ সহ ৯ জনকে আটক করা হয়েছে।