সত্যবার্তাডেস্ক :
নাটোরের বড়াইগ্রামে ভ্যান ছিনতাইকারীদের নৃশংস হত্যাকান্ডের আসামী গ্রেফতার। নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন গত ০৫-০৩-২০২২ ইং তারিখ আনুমানিক ১০:০০ ঘটিকায় ইয়ামিন সরকার হিরো (২৭) পিতা- মৃত আয়নাল হক (বিদ্যুৎ) সাং- ধানাইদহ, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর তার নিজ ব্যবহৃত অটো চার্জার ভ্যান বনপাড়া বাইপাস এলাকায় ভাড়ায় চালানোর জন্য আসলে পাষন্ড ছিনতাইকারীগণ তিরাইল বাজার হয়ে মাঝগ্রাম ইউনিয়নের পাশে নিরিবিলি পার্কে যাওয়ার পথে একটি কালভার্টের উপরে এসে ছিনতাইকারীরা ভ্যানটি থামাতে বলে। ভ্যান চালক সরল বিশ্বাসে ভ্যানটি থামালে পাষন্ড ছিনতাইকারী ১/ মোঃ স্বপন (২৫) তার নিকটে থাকা গামছা দিয়ে পিছন থেকে গলায় ফাঁস দিয়ে ধরে। স্বপনের আরেক সহযোগী পাষন্ড ছিনতাইকারী ২/ মোঃ রনি হোসেন (২৩) গাড়িতে থাকা রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিশ্চিত করে মৃতদেহ টি রাস্তার পাশে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী বড়াইগ্রাম থানা পুলিশ কে জানালে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য লাশটি নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরবর্তীতে সূত্রোক্ত হত্যা মামলাটি বড়াইগ্রাম থানায় রুজু করা হয়। এমন নৃশংস হত্যাকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে। নাটোরের পুলিশ সুপার জনাব- লিটন কুমার সাহা বিপিএম, পিপিএম-বার এর সার্বিক দিক নির্দেশনায় বড়াইগ্রাম থানা পুলিশ, ডিবি এবং নাটোর জেলার চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে একাধিক টিম গঠন করে মামলার মূল রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং উক্ত টিমগুলোর নিরলস পরিশ্রমে নাটোর জেলার বড়াইগ্রাম থানা, নাটোর সদর থানা, গুরুদাসপুর থানা, সিংড়া থানা ও পাবনা জেলার চাটমোহর থানা এলাকায় অভিযান পরিচালনা করে নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আন্তঃ জেলার অটো চার্জার ভ্যান ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ রনি হোসেন (২৩) কে গত ২২-০৪-২০২২ তারিখ আনুমানিক ২৩:৪৫ ঘটিকায় বড়াইগ্রাম থানাধীন মাজগাঁও ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ জানা যায় যে, গত ০৫-০৩-২০২২ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:১৫ ঘটিকায় বনপাড়া বাইপাস কলাহাট নামক স্থান হতে রনি এবং স্বপন একটি ভ্যান ভাড়া করে তিরাইল বাজার হয়ে মাঝগ্রাম ইউনিয়নের পাশে নিরিবিলি পার্কে যাওয়ার পথে একটি কালভার্টের উপরে এসে তারা ভ্যানটি থামাতে বলে। ভ্যানচালক ভ্যান থামানোর পর স্বপন তার কাছে থাকা গামছা দিয়ে পিছন থেকে ভ্যানচালক ইয়ামিন সরকার হিরোর গলায় ফাঁস দেয়। এবং অপর পাষন্ড ছিনতাইকারী রনি হোসেন ভ্যানে থাকা রশি দিয়ে হিরোর গলায় ফাঁস দিয়ে হত্যা করে তারা ছিনতাইকৃত ভ্যানে লাশ উঠিয়ে নিয়ে অন্যাত্র ফেলে রেখে ছিনতাইকৃত ভ্যান নিয়ে চলে যায়। গত ২৩-০৪-২০২২ ইং তারিখ রনি কে বিজ্ঞ আদালত সোপর্দ করলে রনি সেচ্ছায় বিজ্ঞ আদালতে সে এবং স্বপন মিলে ইয়ামিন সরকার হিরোকে হত্যা ও ভ্যান ছিনতাই করার কথা স্বীকার করলে বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করেন। এবং বড়াইগ্রাম থানা পুলিশ এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্য মূল আসামী স্বপনকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে ২৩-০৪-২০২২ ইং তারিখ আনুমানিক ২০:৪৫ ঘটিকায় মূলহোতা স্বপনকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে। ও স্বপনের দেখানো মতে তার বসতবাড়ি হতে ছিনতাইকৃত ভ্যানটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা বিভিন্ন সময় কৌশলে ভ্যান ছিনতাই করে কম দামে বিভিন্ন স্থানে লোকজনের নিকট তা বিক্রয় করে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়