সত্যবার্তা ডেস্কঃ
নাটোরের বড়াইগ্রামে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ৪১৩ লিটার চোলাইমদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বর্ণি গ্রামের মৃত জন রিবারুর ছেলে পিন্টু রিবারু, বেনজামিন রিবারুর ছেলে দীপ রিবারু, অগাষ্টিন রোজারিওর ছেলে স্টেফান রোজারিও –৫৫এবং ইশহাক রোজারিও–৬০।
র্যাব নাাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক, সন্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায় , গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি–২ নাটোর ক্যাম্প ,র্যাব–৫ এর একটি দল বর্নি গ্রামে অভিযান চালায়। এসময় ৪১৭ লিটার চোলাইমদসহ ওই ৪জনকে গ্রেফতার করা হয়।চোলাইমদের আলামদ জব্দ করা হয় ।
এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।