সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন শিবপুর পদ্মবিল এলাকায় গতকাল (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা ০১ কেজি গাঁজাসহ আসামী ১| মোঃ হাসেম আলী (৪২) পিতা- মোঃ ইদ্রিস আলী মোল্লা, সাং- শিবপুর পদ্মবিল, থানা- বড়াইগ্রাম, জেলা নাটোর কে গ্রেফতার করা হয়।
র্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ হাসেম আলী বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তা বিক্রয় করে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী, এবং দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি মাদক ক্রয় বিক্রয় করে আসছে।