আজ- মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের বাগাতিপাড়ায় চেয়ারম্যান পার্টির সমর্থকের বাড়িতে হামলা

মোঃ রেজাউল করিম

স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বাগাতিপাড়ায় এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে একজন আহত হয়েছেন। রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সাতশৈল এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা জাহাঙ্গির হোসেনর মানিকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন শহিদুল। রবিবার রাত আড়াইটার দিকে মুখোশধারী কয়েকজন ব্যক্তি তার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়।

 

পরে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গির হোসেন মানিকের অভিযোগ- তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম শরিফের কর্মীরা এ হামলা চালিয়েছে।

 

তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম শরিফ বলেন, এ ঘটনা কখন ঘটল, আমি তো জানিই না। ওরা শুধু শুধু অভিযোগ করে বেড়ায়। ওদের কাজই অভিযোগ করা। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর