আজ- শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের বাগাতিপাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সত্যবার্তা ডেস্ক :
নাটোরের বাগাতিপাড়ায় গলায় ফাঁস দিয়ে পুতুল খাতুন(২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে সদর উপজেলার যুজির হাট গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী। সূত্রে জানা যায়, উপজেলার ফাগুয়াড়দিয়াড় গ্রামের মৃত আনসার আলীর মেয়ে পুতুলকে প্রায় ৮ বছর আগে বিয়ে করে সদর উপজেলার পাশ্ববর্র্তি যুজিরহাট গ্রামের মৃত আঃ সালামের ছেলে শাহিন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামীর বাড়ির লোকজন শারিরিক ও মানুষিক নির্যাতন করে আসছিল বলে জানায় ৫ নং ফাগুয়াড়দিয়াড় ইউ.পি’র মেম্বর ইয়াছিন আলী। শুক্রবার সকালের দিকে স্বামীর বাড়ি থেকে বাপেরে বাড়িতে এসে শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সে। ভিকটিমের গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে আত্মহত্যার কারণ জানতে পারেনি পুলিশ। আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সব ক্লিয়ার হয়ে যাবে এবং আইনী প্রক্রয়া গ্রহণকরা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর