এমপি পৌর প্রতিনিধিঃ
মোঃ সোহান সরকার
নাটোরের বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত দুই ভাই-বোনের পরিবারকে অর্থিক সহায়তা প্রদান করেন শিমুল
নাটোরের বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত দুই ভাই-বোনের পরিবারকে সান্তনা ও সমবেদনা জানাতে পাইকরদোল গ্রামে ছুটে যান সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় তিনি নিজস্ব তহবিল থেকে নগদ ২০ হাজার টাকার অর্থিক সহায়তা প্রদান করেছে। নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নাটোর সদর উপজেলার বড়-হরিশপুর ইউনিয়ানে পাইকরদোল গ্রামের শাজাহান হোসেনের দুই সন্তান সাদিয়া (১২) ও কাউসার (১৮) নিহত হয়। এ ঘটনায় আজ সোমবার দুপুরে শোকাহত পরিবারকে সমবেদনা ও অর্থিক সহায়তা প্রদান করেন নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর স¤পাদক দিলিপ কুমার দাস, সাবেক উপ-দপ্তর স¤পাদক -আকরামুল ইসলাম স্বপ্নিল ,নাটোর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুলা আল সাকিব বাকি , জেলা আওয়ামী লীগের সাবেক ক্রিড়া বিষয়ক স¤পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি বাসিরুল আলম খান চৌধুরী এহিয়া, আওয়ামী লীগ নেতা আলমঙ্গীর হোসেন, আব্দুর রাজ্জাক ডাবলু, সাবেক কাউনন্সিল মোস্তারুল ইসলাম আলম, ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক রিয়াজুল ইসলাম মাসুম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী।
উল্লেখ্য গত শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে নাটোরের বড়াইগ্রামে দুই বাস ও ১টি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়। এ দুর্ঘটনায় নাটোর সদর উপজেলার পাইকরদোল গ্রামের শাজাহান হোসেনের দুই সন্তান সাদিয়া (১২) ও কাউসার (১৮) নিহত হয়। এরপর নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম মহসিন আলীর কুলখানীতে অংশ গ্রহণ করেন এবং মরহুম মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের সান্তনা দেন।