সত্যবার্তা ডেস্ক :
নাটোর সদর উপজেলার ভাটা দ্বারা কালীবাড়ি ব্রিজ সংলগ্ন নাটোর বগুড়া মহাসড়কের ব্রিজের নিচে একটি অর্ধ্ব গলিত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাটোর থানা পুলিশ।
সেখানে উপস্থিত হয়ে জানা যায় যে, জনৈক ব্যক্তি প্রথমে লাশের মতো দেখতে পায়, তারপর নাটোর সদর থানা পুলিশকে ইনফর্ম করেন, খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশের তদন্ত অফিসার মোঃআবুল কালাম আজাদ সহ তার পুলিশে টিম নিয়ে সেখানে উপস্থিত হয়।
লাশ টি অর্ধ গলিত হওয়ায়, প্রচন্ড দুর্গন্ধ থাকায়, লাশটি ডোবা থেকে উপরে উঠাতে একটু সময় লাগে। নিউজটি লেখা অবস্থায় লাশের কোন পরিচয় মেলেনি।
নাটোর সদর থানার তদন্ত অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, মোবাইলে খবর পেয়ে এখানে এসে একটি অজ্ঞাত অর্ধ গলিত লাশ উদ্ধার করি। এ বিষয়ে তদন্তপূর্বক পরে জানানো হবে।