আজ- শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

সত্যবার্তা ডেস্ক:

গতকাল বুধবার দুপুর আনুমানিক ২ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। নাটোর রেলওয়ে স্টেশন সংলগ্ন চকবৈদ্যনাথ এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ১| মোঃ বুলবুল আহম্মেদ (৪৩) পিতা- মৃত আজিজুর রহমান, সাং- ডাহিয়া, থানা- সিংড়া, জেলা-নাটোর কে গ্রেফতার করা হয়।

 

র‍্যাব জানায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ বুলবুল নাটোর সদর থানার জিআর ৯৮/১৭ ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯ (১) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত উক্ত মামলায় আসামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০/- টাকা জরিমানা করে এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। তাঁর পর থেকেই আসামী বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকে। এরই প্রেক্ষিতে আমরা আসামীকে গতকাল চকবৈদ্যনাথ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর