সত্যবার্তা ডেস্ক:
নাটোরের বড়াইগ্রাম থানাধীন রাজাপুর বাজার এলাকায় র্যাব একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেটকার সহ দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিন টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজাপুর বাজারে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে, নাটোর হতে দাসুরিয়া গামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।
অভিযুক্তরা হলেন ১| মোঃ রহিদুল ইসলাম (৩৫) ড্রাইভার, পিতা – মৃত আবুল হোসেন, সাং – পূর্ব বড়বাড়ি মরিসটারী, থানা – কোতয়ালী, জেলা – রংপুর। ২| মোঃ মুসা সরকার (২৮) হেলপার, পিতা – মোঃ সোলেমান আলী, থানা ও জেলা লালমনিরহাট কে আটক করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা জব্দকৃত গাঁজা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে তা বিক্রয় করে আসছে। এবং এমন মাদক বিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন।