
সত্যবার্তা ডেস্ক:
নাটোর সদরের রামাইগাছি এলাকায় র্যাব-৫ এর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২৪ শে সেপ্টেম্বর (শনিবার) বিকাল আনুমানিক সাড়ে তিন ঘটিকায় রামাইগাছি টেক্সটাইল ইন্সটিটিউট এর সামনে থেকে আসামী মোঃ আরিফুল ইসলাম অপু (৩০) পিতা- মোঃ আছান আলী, সাং- মিরপাড়া, থানা ও জেলা নাটোর’কে ইয়াবা ট্যাবলেট সহ র্যাব গ্রেফতার করে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন বলেন, আসামী মোঃ আরিফুল ইসলাম অপু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে। এবং সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে এই ধরনের মাদক ক্রয় বিক্রয় করে আসছে। পরবর্তীতে আসামী মোঃ আরিফুল ইসলাম অপু’কে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়।