আজ- রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের র‌্যাব ৫ কর্তৃক অবৈধ মাদক দ্রব্য,গাঁজা ,পরিবহনসহ ৩ ব্যবসায়ী আটক :

সত্যবার্তা ডেস্ক :

 

সিপিসি-২নাটোর র‌্যাব ৫ কর্তৃক অবৈধ মাদক দ্রব্য,গাঁজা ,পরিবহনকালে ১টি মাইক্রোবাসও ১৬কেজি গাঁজা ৩জন মাদক  ব্যবসায়ী গ্রেফতার ।

র‌্যাপিড এ্যাশন ব্যাটালিয়ন (র‌্যাব )প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রনি ভূমিকা পালন করে আসছে ।র‌্যাব নিয়মিত জঙ্গী ,সণ্ত্রাসী ,সংঘবদ্ধঅপরাধী ,অশ্রধারী অপরাধী,ভেজাল পণ্য ,ছিনতািইকারী সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে ।

 

এরই ধারাবাহিকতায় সিপিসি -২ নাটোর ক্যাম্প,র‌্যাব -৫, রাজশাহীর একটি অপরেশন দল অদ্য ২৭শে মার্চ ২০২২ ইং তারিখ ০৬.৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগন্জ জেলার সলংগা থানাধীন নলকাব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর যানবাহন চেকপোষ্ট পরিচালনাকালে কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরধী অভিযান পরিচালনা করেন

।ক) জব্দকৃত মাইক্রোবাসের ভিতর হইতে শুকনো গাঁজা ১৬ কেজি ( যার আনুমানিক মূল্য  ৪৮০,০০০/)টাকা । খ) NOHA মাইক্রোবাস ০১টি ,গ)ক্যারিং বাগ ০২টি ঘ) মোবাইল ০২টি ঙ) সিম কার্ড ০৩টি চ) মেমোরী কার্ড সহ আসামী ১ ।মোঃ লিটন মিয়া (২৮) , পিতা মোঃ শাহ আলম ,সাং কেল্লা পাথর , থানা কসবা ,জেলা বি -বাড়িয়া ।২। খাজা মইনুদ্দিন টিশতি (২০) পিতা আবুল হোসেন ,সাং আসাবাড়ী ,থানা ব্রাশ্মপাড়া,জেলা -কুমিল্লা । ৩। মোঃ সোহেল খান (৩১) (ড্রাইভার ),পিতা মোঃ হারুন অর রশীদ ,সাং -শামীমাবাদ ,থানা কোতয়ালী , জেলা সিলেট দের আটক করে ।

প্রাথমিক জিঙ্গাসাবাদে যানা যায় যে, তারা জব্দ কৃত আলামত গাঁজা কুমিল্ল জেলার সিমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রযয়র উদ্দেশ্যে মাইক্রোবাসে পরিবহণ করছে বলে সাক্ষিদের সম্মুখে স্বীকার করে । আটক কৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী । তারা দির্র্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয়করে আসছে ।

উপরোক্ত ঘটনাটি সিরাজগন্জ জেলার সলংগা থানায় মামলা রজু করা হয়েছে ।

 

 

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর