নাটোর জেলা প্রতিনিধি:
মোঃ সোহান সরকার:
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ (৪) ও শান্ত (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। আলিফ ওই গ্রামের সাজেদুল ইসলামের ছেলে এবং শান্ত একই গ্রামের শাহিনুর রহমানের ছেলে। মৃত দুই শিশু আপন চাচাতো ভাই বলে জানা গেছে।
সবার অজান্তে বাড়ীর পাশে থাকা পুকুরের পানিতে শিশু দু্ইজন অচেতন হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা, পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। শিশু দুটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।