
সত্যবার্তা ডেস্ক:
নাটোর লালপুরের ভেললাবাড়িয়া বাজারের মাদ্রাসার সামনে রাস্তার উপর থেকে র্যাব একটি অভিযান পরিচালনা করে, সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার বলে জানা যায়। বৃহস্পতিবার রাত ১২ টার পরে সিপিসি-২ র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্তরা হলেন, ১| মোঃ পারভেজ মোশাররফ (২৪) পিতা- মোঃ আমিরুল ইসলাম, সাং- রহিমপুর, ২| মোঃ শাহিনুর (২৩) পিতা- মৃত আলী হোসেন, সাং- উদনপাড়া, ৩| মোঃ শাকিল আহমেদ (২২) পিতা- মোঃ জহিরুল ইসলাম, সাং- রহিমপুর, সর্ব থানা- লালপুর, জেলা- নাটোর।
র্যাব জানায়, এরা মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া তাদের পেশা। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসী সহ দেশের বিভিন্ন অঞ্চলের “ইমো” ব্যবহারকারীদের “ইমো” হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিম এর পরিচিত জনদের নিকট হতে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিত।