সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলার লালপুর থানাধীন বড় বাহাদুর গ্রামে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ভোর ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত র্যাব একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৯০০ লিটার চোলাই মদ সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
অভিযুক্তরা হলেন, ১| শ্রী বিকাশ পাহাড়ী (৩২) পিতা- শ্রী শ্যামপদ পাহাড়ী, ২| শ্রী শ্যামপদ পাহাড়ী (৫৫) পিতা- মৃত শুকলা, ৩| শ্রী বিনোদ পাহাড়ী (৩৫) পিতা- শ্রী সুদীর পাহাড়ী, ৪| শ্রী সুদীর পাহাড়ী (৬০) পিতা- মৃত শ্রীপদ পাহাড়ী, সর্ব সাং- বড় বাহাদুরপুর, থানা- লালপুর, জেলা- নাটোর, ৫| শ্রী সুনীল বিশ্বাস (৩৫) পিতা- রমেস বিশ্বাস, সাং- মুলাডুলী ফার্ম, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা চোলাই মদ তৈরি ও সংরক্ষণ এবং বিক্রয় করে তা আবার বহিরাগত মাদকসেবীদের কাছে এই চোলাই মদ দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে। এরিই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং আগামীতেও এমন মাদক বিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে।