আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের সিংড়ায় ডিবির অভিযানে ১০ জুয়াড়ি আটক !

মোঃ রেজাউল করিম

নিজস্ব প্রতিনিধিঃ

নাটোর জেলার সিংড়া থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানে জুয়া খেলারত অবস্থায় নগদ টাকাসহ ১০ জন জুয়াড়িকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামের ইসলামের সার্বিক দিকনির্দেশনায় নাটোর জেলা পুলিশের ডিবির একটি অভিযানিক দল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটে নাটোর জেলার সিংড়া থানা এলাকায় জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় ১০জন জুয়াড়ীদের আটক করেন।

 

আটককৃতরা হলেন ১।মোঃ জাহাঙ্গীর হোসেন (২৯) পিতা মোঃ বারু মিয়া ২। মোঃ রহিত হোসেন (৩২) পিতা মোঃ জসিম উদ্দিন উভয় সাং একলাস পুর (একডালা) সিংড়া, নাটোর। ৩। মোঃ আকরাম হোসেন (৩২) ৪। মোঃ আরিফ হোসেন উভয় পিতা মৃত সৈয়দ আলী, ৫। মোঃ আলামিন হোসেন ফকির (২৭)পিতা মৃত দুলাল হোসেন। ৬। জিয়ারুল (৪২) পিতা মোঃ ময়েন, ৭। মোঃ শাহিন (৩৫) পিতা মৃত মকসেদ আলী, সর্ব সাং বড়িয়া, থানা সিংড়া, জেলা নাটোর, ৮।শ্রী সঞ্জয় চন্দ্র (৩৫) পিতা মৃত শচীন চন্দ্র, ৯। শ্রী শ্যামল (২৮) পিতা মৃত সুজন,উভয় সাং হাটকড়ই , থানা নন্দীগ্রাম,জেলা বগুড়া, ১০। মোঃ মিঠু মন্ডল (২৮)পিতা আঃ মজিদ সাং পাকিশা থানা সিংড়া, জেলা নাটোর।

এসময় আটককৃত আসামীদের হেফাজত হতে নগদ ৩৪,০৩০/- টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিংড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার