সিংড়া (নাটোর) সংবাদদাতাঃ
আলিফ বিন রেজা
নাটোরের সিংড়ার মৌগ্রামে বাইকের পেছনে গরু বহনকারী নসিমন গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু।
শনিবার (৫ মার্চ) আনুমানিক দুপুর ১২ টার সময় সিংড়ার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে এই দুর্ঘটনা ঘটে এবং সিজার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত সিজার মৌগ্রামের মৃতঃ রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে সিজার জরুরী কাজে বাড়ি থেকে বের হয়ে আসছিলো পথিমধ্যে গরু বহনকারী নসিমন পেছন থেকে ধাক্কা দেয় এবং চাঁপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. মিজানুর রহমান, সড়ক দুর্ঘটনায় সিজার এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।