সত্যবার্তা ডেস্কঃ
নাটোরের সিংড়ায় পিতার বিরুদ্ধে মেয়েকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সিংড়া থানায় এসংক্রান্ত একটি মামলা রুজু করেছেন মেয়ের মা। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে। পুলিশ অভিযুক্ত পিতা শাহিন মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজ গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সন্ধ্যার সময় বাড়ির পাশে ভাসুরের বাড়িতে মাছ কাটতে যায় ভুক্তভোগী শিশুর মা। বাড়িতে কেউ না থাকায় তার বাবা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। ভূক্তভোগী মেয়ের মা এসে মেয়ের বাবাকে ধর্ষণ চেষ্টারত অবস্থায় দেখে জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মেয়েকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয় পুলিশকে বলে। পরে তার মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন।
সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবার বিরুদ্ধে মেয়ের মা থানায় মামলা করেছেন। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।